Header Ads Widget

Responsive Advertisement

বিড়ালের কামড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা

 🐾 বিড়ালের কামড়ের পর আমার হোমিওপ্যাথিক চিকিৎসা:

বাংলাদেশে এখন অনেক পরিবারেই বিড়াল পোষা হয়। আর সে কারনে অনেকেই একটি সমস্যার  সম্মুখীন হয়ে সরকারী হাসপাতালে ডাক্তারের কাছে দৌড়ান। হঠাৎ যদি বাসার বিড়াল কখনো কামড় দেয় বা আঁচড় দেয় তখন বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় — “এতে কি র‍্যাবিস হবে?”, “ইনফেকশন হবে না তো ?”, “অবশ্যই কি অ্যান্টিবায়োটিক খেতে হবে?” এটাই সবার প্রশ্ন, ফেইসবুকে পোস্ট দিয়ে অন্যের অভিজ্ঞতা জানতে চান বা পরামর্শ চান। 


আমার সাথেও এমন একটি ঘটনা ঘটেছে। আমি নিজে ৪ বছরের D.H.M.S. কোর্স শেষ করেছি কিন্তু আমার এই বিড়ালের কামড়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কাউকে বললে সে সেটা ট্রাই করতে চাইবে না। তাই নিজেই সেই রিস্কটা নিলাম। এই ঘটনার মাধ্যমে প্রমান করতে পারলাম #হোমিওপ্যাথিক মেডিসিন যে কাজ করে, তার উপর ভরষা করা যায়। আরো একটি পরীক্ষা এতে করে ফেলা গেল এতে আমি বিদেশি কোন মেডিসিন ব্যবহার করি নাই। আর তাই আমার অভিজ্ঞতাটি ধাপে ধাপে তুলে ধরছি, যাতে অপনারা ও উপকৃত হন।

ঘটনার শুরু

তারিখ :২৭-০৭-২০২৫ ইং

আমার বাসার তিনটি বিড়াল আছে। তিনটাকেই  Rabies  , Flu Vaccine   প্রদান করা হয়েছিলো। এর মাঝে দুইটিকে কেন মারামারি করতে দেই না তাই একটি  বিড়াল হঠাৎ আমাকে কামড় দিয়ে ফেলে।পায়ে চারটি দাঁতের দাগ বসে যায়, রক্তপাত হয়।

ব্যাথা হতে লাগলো ও লে গিয়ে ছিল ও হাঁটলে ব্যথা লাগতো ।


প্রাথমিক ব্যবস্থা

১। ক্ষত বা কামড়ের স্থাটি ফুটানো গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিই।সাবানে বিষ এর ক্রিয়াটা কমে যায়। 

২। Calendula Q দিয়ে ক্ষত পরিষ্কার করি, শুকিয়ে গেলে আবার লাগাই কিন্তু কোন প্রকার ব্যন্ডেজ করি নাই।

৩। বিষাক্ত কিছুর কামড়ের জন্য বিশেষভাবে উপকারী Ledum Palustre এক ডোজ সেবন করি।

 ৪। ব্যথা জেনো না হয় সেই কারনে Arnica একটি ডোজ  সেবন করি।

দ্বিতীয় দিন-- ব্যথা ও ফোলাভাব নিয়ন্ত্রণ



ব্যথা হাঁটার সময় বেশি লাগছিল, তাই Hypericum  খাওয়া শুরু করি (নার্ভ ইনজুরি ও শিরশিরে ব্যথার জন্য কার্যকর)। এবং ক্ষতস্থানে নিয়মিত Calendula Q প্রয়োগ চালিয়ে যাই।

রাতে ব্যথা বেশি হওয়ায় একটি এলোপ্যাথিক ব্যথানাশক ট্যাবলেট খেয়েছিলাম, যা হোমিওপ্যাথির সাথে কোনো সমস্যা করেনি।


পঞ্চম দিন : ইনফেকশন প্রতিরোধ


 একটি ক্ষতে অল্প পুঁজ জমে। ফোলা ভাবটা কমে নাই। 

Calendula Q পুজ বের করে লাগাতে থাকি।

Hepar Sulphur 200 দিনে ২ বার খেতে শুরু করি।

এতে পুঁজ দ্রুত বের হয়ে ক্ষত শুকাতে শুরু করে।


ক্ষত প্রতিদিন গরম পানি ও Calendula দিয়ে পরিষ্কার করতে থাকি।


সপ্তম দিন: আরোগ্য

ধীরে ধীরে ব্যথা চলে যায়।

ফোলাভাব প্রায় কমে গেছে।

ক্ষত শুকিয়ে কালো ক্রাস্ট তৈরি হয়।

পুঁজ পুরোপুরি বন্ধ হয়।


শেষে শুধু বড় ক্ষতের ভেতরে সামান্য শক্তভাব থেকে যায়, যা স্বাভাবিক হিলিং প্রক্রিয়ার অংশ। শক্ত ভাব দূর করার জন্য গরম শেক দিয়ে মেসেজ করতে থাকি।


অষ্টম দিন: বর্তমানে অবস্থা

ব্যথা নেই

পুঁজ নেই

ক্ষত শুকিয়ে গেছে

আমি এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটতে পারছি।


শিক্ষা ও বার্তা

এই ঘটনার মাধ্যমে আমি উপলব্ধি করেছি —

হোমিওপ্যাথি শুধু বিশ্বাস নয়, সঠিকভাবে প্রয়োগ করলে কার্যকর চিকিৎসা সম্ভব।দেশি কোম্পানির ঔষধ ভালো না, কাজ করে না, এটা অনেকটাই সঠিক তথ্য না, হয়তো ক্রিয়াকাল এর সময় কম বেশি হতে পারে।


Calendula, Hypericum, Ledum, Arnica ও Hepar Sulpher — এরা মিলেই কামড়ের জটিলতা কাটাতে সাহায্য করেছে।


প্রতিদিন ক্ষত পরিচর্যা (গরম পানি, Calendula Q) অত্যন্ত জরুরি।

ভ্যাকসিন দেওয়া পোষা বিড়ালের কামড়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকতে হবে।

এলোপ্যাথি ও হোমিওপ্যাথি প্সরয়োজন হলে সচেতনভাবে  পাশাপাশি ব্যবহার করা যাবে।


শেষ কথা

আমি এই অভিজ্ঞতা শেয়ার করলাম যেন যারা বাসায় বিড়াল পোষেন তারা আতঙ্কিত না হয়ে সচেতন থাকেন। Calendula Q বাংলাদেশের ডিপ্লেট কোম্পানীর টা আমি ব্যবহার করেছি, মান খারাপ মনে হয় 

বিড়ালের কামড় বা আঁচড় হলে সাথে সাথে সাবান দিয়ে ক্ষত ধুয়ে ফেলুন, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, আর প্রয়োজনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


⚠️ সতর্কতা:

[ বিড়াল কামড় দেয়ার পর যদি জ্বর আসে, অতিরিক্ত ব্যথা, স্থানিক ফোলা বাড়ে, বা মাথা ঘোরা/বমি হয়/শরীর এ শক্তি কমে যায় ইত্যাদি দেখা দেয় তবে একবার সরকারি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসককে দেখান। তারা চাইলে anti-rabies vaccine বা tetanus ইনজেকশন দিয়ে দিবে।]

ভয় নয়, সচেতনতা হোক আমাদের সঙ্গী।



Md Akhter uz Zaman DHMS
Mobile - 01989983680

তারিখ: ০৪ আগস্ট ২০২৫ ইং


#Cat #Catlover   #catbite   #anti-rabies   #tetanus   #Calendula Q   #Hypericum 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ