আগুনে পোড়ার বিভিন্ন স্তর ও লক্ষনঃ Veryes degree of burn's with symptoms
আমরা একের পর এক আগুনের দুর্ঘটনা শুনতে ও দেখতে পাচ্ছি কিন্তু আমাদের তেমন কারোই এই পোড়া সম্পর্কে কোন ধারণা নাই। যার কারনে কোন আহত ব্যক্তিকে কি ভাবে সহায়তা করবো বা সেবা দিবো তা বুঝে উঠতে পারি না এবং এতে পোড়া রুগীর অবস্থা জটিল হয়ে যায়।
বাড়িতে গরম পানি, ভাতের মাড়,গীজার ইত্যাদি থেকে,রান্না ঘরের আগুন থেকে, কারখানার আগুন,যানবাহন এর আগুন,হোটেল রেস্টুরেন্টের আগুন ইত্যাদি কত ভাবে যে আগুন লাগে আর মানুষ আহত বা নিহত হয় তার কোন হিসাব কারো কাছেই নাই। আমাদের দেশ ডিজিটাল হয়েছে কিন্তু কোন পরিসংখ্যানই আমরা রাখতে পারিনা বা রাখার ব্যবস্থা করতে পারিনাই। উন্নত বিশ্বর দেশগুলিতে কি ভাবে কতজন মানুষ মৃত্যু বরন করে তার প্রতিটি হিসাব সংরক্ষিত থাকে। যাইহোক সেটা আমার বক্তব্য নয়।
আমাদের সবার পরিবারে কত গৃহিণী,ছোট বাচ্চারা গরম পানিতে হাত বা শরীর পুড়ে তা কম বেশি সবার জানা।কিন্তু এই পোড়া কতটুকু হলে তাকে কোন স্টেজের আওতায় ফেলা হয় তা চিকিৎসক ছাড়া খুব একটা কেহ জানে বলে মনে হয় না।
ফাকে একটি কথা বলে রাখি,আগুনে পুড়ে গেলে না বুঝে কাচা ডিম,ফ্লোরাইড যুক্ত টুথপেষ্ট লাগাবেন না,এতে পোড়া স্থানে এগুলো শুকিয়ে গেলে ক্ষত স্থান পরিস্কার করতে গিয়ে রুগীর আরো বেশি ক্ষতি করা হয়। শুধু সাধারণ তাপমাত্রার পানির প্রবাহ দারা জ্বালা কমিয়ে আরাম দেয়ার ব্যবস্থা করতে হবে। সাথে হোমিওপ্যাথিক মেডিসিন 'ক্যান্থারিস মাদার' মিশিয়ে দিলে আরাম তো পাবেই ক্ষতির পরিমান ও অনেক কমে আসবে।
আগুনে পোড়া রুগীর পোড়ার পরিমান এর উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয়েছে-
1.First Degree Burn
2.Second Degree Burn
3.Third Degree Burn
4.Fourth Degree Burn
এবার আসুন জেনে নেই এর বিস্তারিত-
১। First degree burn: এই ডিগ্রিতে সাধারণত চামড়ার উপরিভাগর বা প্রথম লেয়ার (Epidermis) ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।সহজ ভাবে বললে যাকে আমরা ছেকা লাগা বলি। একে Superficial Burn বলে। এতে চামড়া লাল হয়ে যায়, জ্বালা হয় ঘরোয়া চিকিৎসায় সেরে যায়।
Pic Source
সূর্যের প্রখর তাপেও এটা হতে পারে, যাকে আমরা সান বারন বলি।
২। Second degree burn: ত্বকের প্রথম ও দিতীয় স্তর (Epidermis & Dermis) পুড়ে গেলে এবং ত্বক অতি লাল হওয়ার সাথে সাথে ফোস্কা পড়ে, জ্বালা যন্ত্রণা করে এবং ব্যাথা হয়।পোড়া স্থান সাদা বা হদুদ হতে পারে,পোড়া স্থান হাত দিয়ে ছোয়া যায় না। এই স্টেজে চিকিৎসক এর প্রয়োজন হতে পারে।
Pic Source
৩। Third degree burn:এই স্টেজে চামড়ার বা ত্বকের প্রথম দুই স্তর( Epidermis &Dermis) তো পোড়া যাবেই সাথে মাংস পেশি সহ শিরা উপ-শিরা ও পুড়ে যায়। পুড়ে যাওয়া অংশ সাদা বা ধূসর হয়ে শক্ত হয়ে যায়। পোড়া স্থানে হাত দিলে ব্যথা পায় না। এই স্টেজের রুগীদের গায়ে আংটি, চুড়ি, ঘড়ি, টাইট কাপড় থাকলে ধ্রুত খুলে ফেলুন।যত তাড়াতাড়ি সম্ভব হাস্পাতালে প্রেরণ করুন।
Pic Source
৪। Fourth degree burn: এই স্টেজের রুগীদের শরীরের টিস্যু,চরবী,মাসেল সহ হাড় পুড়ে কালো হয়ে যায়। কোন প্রকার জ্বালা যন্ত্রণা থাকেনা। আসলে তার পোড়া অংশ ধ্বংস হয়ে যায়। আর সে জন্য কেটে বাদ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। তবে এই স্টেজের প্রায় সব রুগীই মারা যায়।
PIC Source
কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ,তবে স্টেজ গুলো মনে রাখবেন এতে ডাক্তার আপনার রুগীর সম্পর্কে কি কি নির্দেশনা প্রদান করে তা বুঝতে সুবিধা হবে বা কি করতের হবে তা নিজেও বুঝতে পারবেন।
আখতার উজ জামান, ডিএইএমএস
মোবাইল- ০১৯৮৯৯৮৩৬৮০
[পূর্বে প্রকাশিতঃ আগুনে পোড়ার বিভিন্ন স্তর ও লক্ষনঃ Veryes degree of burn's with symptoms | PeakD]