ফিটকিরি কি ? ফিটকিরির বিভিন্ন ব্যবহার
রাসায়নিক ভাবে সাধারণত সোডিয়াম, অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট ও ২৪ অণু পানির যৌগ লবণ কে বলা হয় ফিটকিরি। অধিকাংশ ক্ষেত্রে পটাশিয়াম এলুমিনিয়াম সালফেটই ফিটকিরি। দেখতে মিছরির মতো একপ্রকার অর্ধ স্বচ্ছ কাঁচ এর মতো কঠিন পদার্থ।
ফিটকিরির রাসায়নিক নাম-পটাশ এলাম। ইংরেজিতে বলে- এলাম (Alum)।এটি খনিতে পাওয়া যায় এবং রাসায়নিক ভাবেও প্রস্তুত করা হয়।
আসুন দেখি ফিটকিরী আমাদের প্রতিদিন এর কি
কি কাজে লাগে-
ইউরিন ইনফেকশন দূর করেঃ- অ্যান্টি-ব্যাকটেরিয়াল
এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণাগুণ ফিটকিরিতে আছে বলে এটি ইউরিন ইনফেকশন দূর করতে
সহায়ক।যৌনাংগ ফিটকিরি মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা হলে সংক্রমণ কমে।
টন্সিলের ব্যথায়ঃ- সাধারণত শীতকালে
আমাদের অনেকেই টনসিলের ব্যথায় ভুগি। এই সময় কুসুম গরম পানিতে একটু লবন ও ফিটকিরী
মিশিয়ে গারগেল করেন অনেক তাড়াতাড়ি ব্যথা থেকে মুক্তি পাবেন।
মুখের
দুর্গন্ধ দূর করতেঃ- ফিটকিরি ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়।ব্যাকটেরিয়া
সংক্রমণের ফলে মুখে দুর্গন্ধ হতে পারে।পানিতে সামান্য লবণ ও ফিটকিরি গুঁড়ো করে মিশিয়ে
নিন।নিয়মিত এই জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে যাবে
এবং এর সাথে নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যাও দূর হয়ে যাবে।
ব্রণ-ফুসকুড়ি থেকে মুক্তি পেতেঃ-গোলাপ জলের সাথে ফিটকিরি মিশিয়ে
ব্রণের ওপর লাগান। দ্রুত ব্রণ-ফুসকুড়ির হাত
থেকেও মুক্তি
মিলবে। ব্রণের কারণে হওয়া দাগ ও দূর করবে এবং মুখের বলিরেখা কমাবে ও উজ্জ্বলতা বাড়বে।
দাতের ব্যথা কমাতেঃ- দাঁতের জন্য
প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবে কাজ করে ফিটকিরি। পানিতে গুলে গার্গল করলে দাঁতের
ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
মুখে
ত্বকে ব্যবহারের নিয়মঃ- এতো আফটার সেইভ লোশন বাজারে ছিলো না তাই
যুগ যুগ ধরে ফিটকিরি ব্যবহৃত হয়ে আসছে আমাদের প্রতিদিনের আফটার সেইভ এ্যান্টিসেপ্টিক হিসাবে। দাড়ি কাটার পর ফিটকিরি জীবাণুনাশক হিসাবে
ব্যবহার ছিলো। এতে কেটে গেলে যেমন রক্ত বন্ধ হয়ে যায় তেমনি ত্বকের উজ্জ্বলতা
বাড়িয়ে থাকে।মুখের ত্বকের কুঁচকানো ভাব দূর করে।
খাবার পানি পরিস্কার
এর কাজেঃ- যা্রা ওয়াশার
পানি পান করেন তারা যেই ড্রামে পানি রাখেন সেই ড্রামে এটি ব্যবহার করলে পানিতে
থাকা আয়রন নিচে পড়ে যাবে ও ব্যাকটেরিয়া মুক্ত হবে কিন্তু ভাইরাস মুক্ত করতে পানিকে
ফুটিয়ে তারপর খেতে হবে।
(কাঁচা হলুদের উপকারিতা জানতে পড়ুন ঃ ক্লিক করুন )
পায়ের দুর্গন্ধ দূর করতেঃ-যাদের জুতা পায়ে দিলে পায়ে দুর্গন্ধ হয় তারা এক মগ পানিতে ০১ চা চামচ ফিটকিরি পাউডার মিশিয়ে পা ডুবিয়ে রাখুন পানিতে।দেখবেন
দূর হয়ে যাবে পায়ের দুর্গন্ধ।
ঘামের দুর্গন্ধ দূর করতেঃ-যাদের ঘামে দুর্গন্ধ হয় তারা গোসলের ৩০ মিনিট আগে পানিতে ফিটকিরী পানিতে ভিজিয়ে সারা শরীরে সাবানের মতো মাখুন তারপর গোসল করুন দেখবেন গায়ের দুর্গন্ধ কমে যাবে।
চুলের গোড়া শক্ত করতে:- ফিটকিরি ব্যবহারে
চুলের গোড়া শক্ত করে। এক কাপ পানিতে ফিটকিরি গুলে মিশিয়ে নিন, এবার এই পানি
দিয়ে চুল ধুয়ে নিন।
চুল পড়া রোধ করতে:- এক কাপ পানিতে
ফিটকিরি গুলে মিশিয়ে নিন,ফিটকিরির পানি দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।ফিটকিরি
চুল পড়া রোধ করতে সাহায্য করে। কিছুক্ষণ অপেক্ষা পর চুল ধুয়ে ফেলুন।
চুলের খুশকি দূর করতে:- এক চা চামচ তেলের
সাথে পরিমান মতো ফিটকিরি গুঁড়ো মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি মাথায় লাগিয়ে ১৫
মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে চুল ধুয়ে ফেলুন।